রোগশোকে জর্জরিত? ডাক্তার দেখিয়ে উন্নতি হচ্ছে না?
চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার ঝামেলা নিয়ে চিন্তিত?
চিন্তা নাই আমরা আছি আপানার পাশে !!
চিকিৎসার জন্য ইন্ডিয়া/ভারত যাওয়ার চিন্তা করছেন ?
তাহ’লে অ্যাপোলো হাসপাতালের কথা ভেবে দেখতে পারেন। কারন অ্যাপোলো একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল চিকিৎসার মানও খুব ভালো।
অ্যাপোলো হাসপাতালের প্রধান শাখা ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে অবস্থিত। অ্যাপোলো একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এই হাসপাতালে যাওয়া আসা ও থাকা-খাওয়া এবং চিকিৎসা পদ্ধতি জানতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করছি উপকৃত হবেন।
অ্যাপোলো (Apollo Hospital):
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে একটি প্রথম সারির হাসপাতাল। এখানে রয়েছে খুবই উন্নত ও আধুনিক যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। খরচ প্রাথমিক ভাবে একটু বেশি হলেও, চিকিৎসার মান ও সময় বিবেচনা করলে, তুলানামুলক ভাবে এখানে দ্রুত ও ভালো চিকিৎসা পাওয়া যায়। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে হ’লে যেতে পারেন, অ্যাপোলো হাসপাতাল।
অবস্থানঃ অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে ষ্টেশন থেকে মাত্র ৪ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনেও যাওয়া যায়। চেন্নাই এয়ারপোর্ট থেকে হাসপাতাল ১৫ কিমি দূরে অবস্থিত। সাধারণত হাসপাতাল বিনামূল্যে এয়ারপোর্ট থেকে হোটেলে নেওয়ার ব্যবস্থা করে থাকে।
থাকা ও খাওয়াঃ চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না। অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর খানা মাছ-ভাত পাওয়া যাবে।
নিজেরা রান্না করেও খেতে পারবেন। তার জন্য রান্নাঘর সহ বাসা/হোটেল আছে। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সামান্য হিন্দি বা ইংরাজি জ্ঞান থাকলেই হবে এবং হাসপাতাল থেকে বিনামূল্যে দোভাষীর সাহায্য নিতে পারবেন।
থাকার জন্য রয়েছে দামী থেক কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের কাছা কাছি থাকার তাতে প্রতিদিন হাসপাতালে আসা যাওয়ার খরচ ও সময় বেঁচে যাবে।
চিকিৎসার জন্য সময়ঃ
১। সাধারণ সমস্যার জন্য ডাক্তার দেখাতে গেলে এক সপ্তাহই যথেষ্ট। তবে আগে থেকে এপয়েন্টমেন্ট করে যাবেন।
২। জটিল চিকিৎসা অথবা অপারেশনের জন্যে কমপক্ষে ১৫ দিনের মতো সময় নিয়ে যেতে হবে। আগে থেকে এপয়েন্টমেন্ট করে গেলে সময় বেঁছে যাবে ।
রেজিস্ট্রেশনঃ অ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দরি ব্লক (Sundoori Block)। এই ব্লকেই প্রথমবার চিকিৎসা করতে আসা রোগীদের রেজিস্ট্রেশন করতে হয়।
ঠিকানা: Apollo Hospitals, 21, Greams Lane, Off Greams Road, Chennai – 600006
আমরা দিচ্ছি ওয়ান স্টপ অ্যাপোলো হাসপাতালের নিম্নোক্ত সেবা:
অ্যাপোলো হাসপাতালের ডাক্তার এপয়েন্টমেন্ট ( Apollo Doctor Appointment )
* ভিসা আমন্ত্রণ পত্র ( Visa Invitation Letter)
* বিনামূল্যে এয়ারপোর্ট পিক-আপ
* টেলি-মেডিসিন ( Telemedicine)
* সেকেন্ড মেডিক্যাল অপি-নিয়ন (Second Medical Opinion)
সময় নিয়ে এই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
অ্যাপোলো হাসপাতালে আপনার চিকিৎসা গ্রহণ সহজ ও সুবিধাজনক করতেই আমাদের এই প্রচেষ্টা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমরা চট্রগ্রামে অ্যাপোলো হাসপাতালের অনুমোদিত তথ্য ও টেলিমেডিসিন কেন্দ্র।
We, Apollo Hospitals HUB in Chattogram, are authorized representatives of Apollo Hospitals India (located in Chennai, Kolkata, Delhi, Hyderabad, Bangalore, and Mumbai) in Bangladesh. Our role is to facilitate patients in Bangladesh to access services offered by Apollo Hospitals in Chennai.
আমাদের ঠিকানাঃ
Suite 6C, Level 5, Tower 263, Tin Pool, 263 Jubilee Road, Chittagong 4000, Bangladesh., Chittagong, Bangladesh.
WhatsApp 01712-970274
Email: sangutours.bd@gmail.com